শিরোনাম

ভূঞাপুর কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 



 টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়াম দিনব্যাপী গ্রামীণ সড়ক মাস্টারপ্লান প্রণয়ন ( জি আই এস ভিক্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত। 

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামান।

আলোচনায় অংশ নেয় জিআইএস স্পেশালিষ্ট বেটন প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু, শুভেচ্ছা জানিয়েছেন ভূঞাপুর মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ চাঁদ মিয়া, ভূঞাপুর অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম,  উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক মোঃ মিজানুর রহমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনসহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু বলেন, কোর রোড নেটওয়ার্কের আওতায় এক আঞ্চলিক সড়ক গুলোর মান উন্নয়ন, এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের সুবিধা হবে। এই প্রকল্পে টাঙ্গাইল জেলার তিনটি উপজেলাকে প্রাথমিক ভাবে জরিপ সম্পন্ন করে উন্নয়নের আওতায় আনা হবে।

No comments