শিরোনাম

ধুনটে জমি সংক্রান্ত বিরোধে নারীর পরিবারের ওপর হামলা, আহত ৪

 


ইসরাফিল শেখ, বগুড়া। 

বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক নারীর পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ মল্লিকা খাতুন (৫৫), স্বামী মোঃ আব্দুল্লাহ আকন্দ, ধুনট থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহারে তিনি উল্লেখ করেন, গত ২৩ অক্টোবর সকাল ৮টার দিকে একই গ্রামের মোঃ সাইফুল ইসলাম (৫৫) নেতৃত্বে ১৩ জন আসামী হাতে লাঠিসোটা, লোহার রড, ধারালো ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। তিনি প্রতিবাদ জানালে আসামিরা তার ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে।

তার স্বামী, ছেলে, মেয়ে ও ছেলের স্ত্রী এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় মল্লিকা খাতুনের স্বামী মোঃ আব্দুল্লাহ আকন্দ গুরুতর জখম হন এবং তাকে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়ের ডান হাতের আঙুল কেটে যায় এবং ছেলে ও ছেলের স্ত্রীও জখম হন।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা গরু ক্রয়-বিক্রয়ের ব্যবসার নগদ ২ লাখ ৮৭ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পরিবারের নারী সদস্যদের পোশাক টেনে শ্লীলতাহানি ঘটায়। এছাড়া বসতবাড়ির একটি টিনসেড ঘর ভাঙচুর, ফলজ-বনজ গাছ কাটা ও কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি লুট করে নেয়, যার ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ চার হাজার টাকা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

মল্লিকা খাতুন জানান, তিনি চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

No comments