শিরোনাম

ঘুষ ছাড়া নড়ে না কলম: ওসি সেরাজুলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ফয়সাল হোসাইন সনি, বগুড়া

বগুড়ার গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে ফেরত পাওয়ার কথা থাকলেও এক ইজিবাইক মালিককে নিজের যান ফিরিয়ে নিতে ঘুষ দিতে হয়েছে এই ওসিকে।

প্রায় এক মাস আগে চুরির মাল বহনের অভিযোগে গাবতলী থানা পুলিশ একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করে। পরবর্তীতে আদালত মালিকের পক্ষে রায় দেন এবং যানটি ফেরত দেওয়ার নির্দেশ দেন থানাকে।

ইজিবাইকটির মালিক গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা পূর্বপাড়া এলাকার আমসার আলী মণ্ডলের ছেলে মুকুল মণ্ডল। তিনি জানান, “১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদালতের কাগজ নিয়ে থানায় গেলে ওসি সেরাজুল ১ হাজার টাকা ঘুষ চান। আমি টাকা না দিলে গাড়ি ছাড়বেন না বলেন। পরে রাত সাড়ে ১১টার দিকে বাধ্য হয়ে ওই টাকা দিয়েই গাড়ি ছাড়িয়ে এনেছি।”

তিনি আরও বলেন, “আমি গরিব মানুষ, কষ্ট করে গাড়িটা কিনেছিলাম। সেই গাড়ি এক চালক চুরির মাল তুলেছিল বলে পুলিশ নিয়ে যায়। এক মাস আমি কোনো কাজ করতে পারিনি। শেষমেশ সুদে টাকা নিয়ে ঘুষ দিয়েই গাড়ি ফেরত নিতে হয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক গাবতলী থানার এক পুলিশ সদস্যের অভিযোগ, “ওসি সেরাজুল টাকা ছাড়া কোনো কাজ করেন না। এমনকি ফাইলেও সাক্ষর করেন না যদি কেউ টাকা না দেয়। আমরাই থানায় সবচেয়ে বিপদে আছি। এমন চললে জনগণ পুলিশের ওপর থেকে বিশ্বাস হারাবে।”

অভিযুক্ত গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এ বিষয়ে বলেন, “বিষয়টি জানা নেই। যদি কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ দেন, আমরা তা খতিয়ে দেখব। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

No comments