বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে — তৌহিদুল আলম মামুন
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারের লক্ষ্যে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন।
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমাদের সকল নেতাকর্মীদের অতীত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দলের নির্দেশনা অনুযায়ী তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আন্দোলনের বিকল্প নেই। বিএনপি জনগণের দল—আমরা অতীতে যেমন জনগণের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহমেদ পাশা, নিমগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল-এ-খুদা তুহিন এবং সাধারণ সম্পাদক মহসীন আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
কালের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরাইজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন
বিএনপি নেতা রেজাউল করিম
পৌর বিএনপির নেতা মোশাররফ হোসেন
ধুনট উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী জন
উপজেলা মহিলা দলের সভাপতি ডা. সারমিন সুলতানা দিপ্তী
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বনিজার রহমান বাটুল
সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম
উপজেলা যুবদল নেতা সাইদুজ্জামান নোমান, বিপুল হাসান
পৌর যুবদলের আহ্বায়ক ইয়াকুব আলী
উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আশিকুর কবির স্মরণ, মোহাম্মদ বিপ্লব, আরিফুল ইসলাম
ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম
পৌর ছাত্রদলের আমিনুল ইসলাম মিশন
পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল শেখ
ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিফলু, শাকিল আহমেদ
চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাচ্চু শেখ
ইউনিয়ন বিএনপির নেতা সোহেল রানা, আব্দুল ওয়াদুদ, নাজমুল হক, ফজলুল হক, চাঁন মিয়া
ছাত্রদল নেতা আল-আমিন, সিয়াম আহম্মেদ
সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামি আন্দোলন ও সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

No comments