শিরোনাম

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার উদ্বোধন




বগুড়া প্রতিনিধি

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা নিশ্চিত করতে পানির ফিল্টার উদ্বোধন করেছে কলেজ ছাত্রদল। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর ওয়াহেদ সরকার, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করে বলেন— “বিশুদ্ধ পানির ব্যবস্থা শুধু একটি কলেজের শিক্ষার্থীদের জন্য নয়, এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করে যাবে।”

উল্লেখ্য, সরকারি আজিজুল হক কলেজে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানি সরবরাহে ঘাটতি দেখা দেয়, যার কারণে শিক্ষার্থীরা নানাভাবে ভুগছিলেন। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পানীয় জলের সমস্যা নিরসনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং ছাত্রদলের এ মানবিক উদ্যোগের জন্য সংগঠনের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান। কলেজ প্রশাসনও ছাত্রদলের এই প্রচেষ্টার প্রশংসা করে ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

No comments