বগুড়ায় নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা, রক্তের বাঁধন ছিঁড়ে দিল নাতি
আব্দুল মোমিন, বগুড়াঃ
বগুড়ার শেরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। নেশার টাকা না পেয়ে দাদার ওপর ক্ষিপ্ত হয়ে নিজের হাতে প্রাণ কেড়ে নিল নাতি। রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা নাড়া দিয়েছে পুরো এলাকায়।
নিহতের নাম সাবান আলী (৭০)। তিনি চন্ডিপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। অভিযুক্ত নাতি মো. সোহেল রানা (২২), সাবান আলীর বড় ছেলে আবু সাইদের সন্তান।
পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার জন্য সে প্রায়ই দাদার কাছ থেকে টাকা চাইত। ঘটনার দিন সকালে দাদা টাকা না দিলে, রাগান্বিত হয়ে সোহেল লাঠি হাতে তুলে নেয়। দাদার মাথায় আঘাত করে সে। মাটিতে লুটিয়ে পড়েন সাবান আলী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর চন্ডিপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বৃদ্ধ সাবান আলীর নিথর দেহ শুধু একজন দাদার নয়, যেন ভেঙে পড়া একটি পরিবারের প্রতীক হয়ে উঠেছে। রক্তের সম্পর্কের এমন পরিণতি, সমাজের প্রতিটি বিবেকবান মানুষকেই গভীর চিন্তায় ফেলে দেয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করে।
এবিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন,
ঘটনাটি আমাদের মনকে ব্যথিত করেছে। পরিবারের ভেতরে এমন এক নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া কঠিন। আমরা তদন্ত করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

No comments