শিরোনাম

‎রাবি শিক্ষার্থীর মৃত্যুর: তদন্ত প্রতিবেদন না পেয়ে প্রশাসনিক ভবন সামনে বিক্ষোভ

 


‎হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি 

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সায়মা হোসেনের মৃত্যুর ঘটনা তদন্তে গড়িমসির অভিযোগ এনে প্রশাসনিক ভবন- ১ প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে  বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

‎এসময় তারা, 'নাপা সেন্টারের কি হলো, অক্সিজেন কি বেইচা খেলো'?, 'একটি লাশের দম কত, প্রসাশন তুমি বলো', 'আর কত লাশ হলে, প্রশাসন সজাগ হবে', 'সায়মা আপু মরলো কেন, প্রশাসন জবাব চাই', 'পানিতে ডুবে বোন মরে, ট্রেইনার কি করে', ইত্যাদি নানা স্লোগান দেন।

‎ এসময় সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, "গত ২৬ তারিখ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে আমাদের বোন সায়মা হোসেন মৃত্যুবরণ করেন।  প্রসাশনের কাছে আমরা ওইদিন রাতে তদন্তের দাবি জানিয়েছি। প্রশাসন আমাদের কাছে, প্রাথমিক প্রতিবেদনের জন্য ৩ দিন সময় চেয়েছে। কিন্তু, তিনদিন পার হয়ে যাবার পরেও প্রশাসন তাদের প্রতিবেদন আমাদের সামনে পেশ করতে পারেনাই। আমরা আশঙ্কা করছি, প্রশাসন এখানে কোনোও গড়িমসি করার চেষ্টা করছে। আমরা আজকের আন্দোলন থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, প্রতিবেদন প্রকাশে যদি কোনোরকম গড়িমসি করা হয় তবে, রাবির শিক্ষার্থীরা ছেড়ে কথা বলবে না।

‎রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, রাকসুর অবস্থান অত্যন্ত ক্লিয়ার, তদন্ত প্রতিবেদন তো ৩ দিনের মধ্যেই জমা দেয়ার কথা ছিলো। কেন আজকে দুপুর দুইটা অবদি আমাদেরকে অপেক্ষা করা লাগতেছে? এবিষয়ে রাকসু প্রেশার দিচ্ছে। রাকসুর কাজ প্রেশার ক্রিয়েট করা, আমরা সেটা করে যাচ্ছি। 

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুর দুইটায় আমাদের সাথে বসবে। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, তদন্ত কর্মকর্তা এবং রাকসুর বডির সাথে বসবে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।

No comments