শিরোনাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শত্রু তার জেরে ১২০০ কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা,এ কেমন নির্মমতা

 



কুড়িগ্রাম প্রতিনিধি, 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় এক কৃষকের ১২'শত কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাইজার চর গ্রামে।

 এ ঘটনায় ২৯ অক্টোবর বুধবার ভুরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। 

অভিযোগের প্রেক্ষিতে জানা যায় উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাইজার চর গ্রামের স্থানীয় হাতেম আলীর পরিবারের লিজকৃত জমিতে লাগানো ১২শত কলা গাছ গত ২৮ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কেটে নষ্ট করে দেয় স্থানীয় কিছু দুর্বৃত্ত।  

স্থানীয়রা কয়েকজন জানান, কি কারনে তারা এতো গুলো কলা গাছ কেটে দিলো বলতে পারছি না। 

যত সমস্যাই থাকুক এভাবে ফসলের ক্ষতি করা মোটেও ঠিক হয়নি।

স্থানীয় এলাকার বাসিন্দা মনসের আলী বলেন , এই ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments