ভাঙা সম্পর্কের ট্র্যাজেডি: সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা
![]() |
| প্রতীক ছবি |
গাজীপুর
গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাইমাইল এলাকায় ডিভোর্স হওয়া স্ত্রীকে ছুরিকাঘাত করে রনি শেখ (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে ওই এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় স্ত্রী বৃষ্টি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, তিন মাস আগে রনি ও বৃষ্টির বিচ্ছেদ হয়। তবে সম্পর্ক শেষ হলেও যোগাযোগ ছিল। ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে রনি তার সাবেক স্ত্রীকে পেটে ছুরিকাঘাত করেন। এরপর নিজেই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
কোনাবাড়ি থানার এসআই কামরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

No comments