শিরোনাম

খুলনায় অসামাজিক কার্যক্রমে জড়িত ২০ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

খুলনা মহানগরীর তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ২০ জন নারী ও পুরুষকে আটক করেছে খুলনা সদর থানা পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খুলনা সদর থানা পুলিশের একটি দল হোটেল আর্কেডিয়া আবাসিক, হোটেল গার্ডেন আবাসিক এবং হোটেল সবুজ বাংলা আবাসিকে একযোগে এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়া জেলার বিভিন্ন থানার বাসিন্দারা। তারা দীর্ঘদিন ধরে এসব হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

আটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

সোহাগ শেখ (৩৪), দিঘলিয়া, খুলনা,শাহবুদ্দীন শেখ (৩৯), রূপসা, খুলনা

জাহাঙ্গীর হোসেন (৬০), সোনাডাঙ্গা, খুলনা

সেলিম খান (৪০), কেশবপুর, যশোর

বাসনা রানী (২৫), অভয়নগর, যশোর

মিম আক্তার রিয়া (১৯), খালিশপুর, খুলনা

শিখা বেগম (২৩), কোতোয়ালি, যশোর জান্নাতুল ফেরদৌস (১৯), খুলনা সদর

আনারতী দাস (৩০), বটিয়াঘাটা, খুলনা

রুবিনা খাতুন (২৭), কোতোয়ালি, যশোর

সহ আরও অনেকে।


পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নগরীর পরিবেশ সুষ্ঠু রাখতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



No comments