শিরোনাম

কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক, গণপিটুনি


ছবি সংগ্রহীত 


বগুড়া প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কুর্ণিপাড়া বাজারের পূর্বে ১২ মাইল-তিনদিঘী সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্রসহ একদল ডাকাত ঐ সড়কে অবস্থান করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন সতর্ক হয়ে যায়। একপর্যায়ে পাঁচজনকে আটক করে গণপিটুনি দেয় জনগণ। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন—
১. মো. স্বাধীন (৪২), পিতা অজ্ঞাত, গ্রাম বিহারহাট, শিবগঞ্জ।
২. মো. রাকিবুল হাসান (১৮), পিতা হযরত আলী, গ্রাম সংসারদিঘী, শিবগঞ্জ।
৩. মো. মনিরুজ্জামান (২৪), পিতা মোজাফ্ফর, গ্রাম সংসারদিঘী, শিবগঞ্জ।
৪. মো. জাকরিয়া (২০), পিতা মো. বুলু, গ্রাম আলিগ্রাম, শিবগঞ্জ।
৫. মো. মেজবাউল হাসান নাঈম (২২), পিতা ছামছুদ্দিন, গ্রাম আলিগ্রাম, শিবগঞ্জ।

ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—একটি চাপাতি,একটি বার্মিজ চাকু,দুটি স্টিলের লাঠি,দুটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র

পরে কাহালু থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত ডাকাতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments