হারানো স্বর্ণালংকার-মোবাইল মালিকের হাতে ফিরিয়ে দিল বগুড়া পুলিশ
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারেই হারানো স্বর্ণালংকার ও মোবাইল মালিকের হাতে ফেরত এসেছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটলেও মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের সক্রিয় পদক্ষেপে সবকিছু উদ্ধার হয়।
ঘটনা সূত্রে জানা যায়, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বাসিন্দা মোজাফফর রহমান ছেলে মোজাম্মেল হক তার পরিবার নিয়ে গাইবান্ধা যাচ্ছিলেন। তারা বিকেলে বগুড়া রেলস্টেশনে এসে পৌঁছালে ভুলবশত ব্যাটারি চালিত একটি অটোরিকশায় তার স্ত্রীর ব্যবহৃত সাইড ব্যাগ ফেলে যান। ব্যাগটির ভেতরে ছিল আনুমানিক ৩ ভরি স্বর্ণালংকার ও একটি মূল্যবান মোবাইল ফোন।
রেলস্টেশন থেকে কিছু দূর যাওয়ার পর ব্যাগের কথা মনে পড়লে মোজাম্মেল হক আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ব্যাগ খুঁজে না পেয়ে তিনি বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতা চান।
বিষয়টি জানতে পেরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির দ্রুত ব্যবস্থা নেন। পড়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম, সঙ্গীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থল সংলগ্ন এলাকাগুলোতে তৎপরতা চালান। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত ব্যাগটির অবস্থান শনাক্ত করা হয় এবং বাঘোপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা অটোরিকশা চালকের কাছ থেকে তা উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় ব্যাগের ভেতরে থাকা সব জিনিস অক্ষত অবস্থায় পাওয়া যায়—যার মধ্যে ছিল আনুমানিক ৩ ভরি ওজনের স্বর্ণালংকার এবং একটি মোবাইল ফোন। পরবর্তীতে পুলিশ মালিকানা যাচাই শেষে ব্যাগটি প্রকৃত মালিক মোজাম্মেল হকের হাতে তুলে দেন।
উদ্ধার অভিযানে জড়িত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে মোজাম্মেল হক বলেন, "পুলিশের এই দ্রুত ও আন্তরিক সাড়া আমাকে অভিভূত করেছে। ভাবিনি এত দ্রুত আমার জিনিসপত্র ফিরে পাব।"
এ ঘটনায় এলাকাবাসীও সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের দক্ষতা ও সততার প্রশংসা করেছেন।

No comments