শিরোনাম

আনন্দযাত্রা পরিণত হলো মৃত্যুযাত্রায়। নিকলী হাওরের ঢেউয়ে বন্ধুদের সামনে ডুবে গেলো বগুড়ার বনান্ত

 


আব্দুল মোমিন বগুড়াঃ

বগুড়ার ঠনঠনিয়া শহীদনগরের তরুণ বনান্ত ইসলাম (২৩) হয়তো ভেবেছিলেন, এই ভ্রমণ হবে বন্ধুদের সঙ্গে জীবনের এক সুন্দর স্মৃতি। কিন্তু কিশোরগঞ্জের নিকলী হাওরের শান্ত ঢেউ আজ কেড়ে নিল তার সমস্ত স্বপ্ন, সমস্ত হাসি।

শনিবার দুপুরে ছাতিরচর করচবনের কাছে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

স্থানীয় সূত্র জানায়, বনান্ত আট বন্ধু নিয়ে নিকলী হাওরে বেড়াতে যান। দুপুর দেড়টার দিকে তারা নৌকা থেকে নেমে পানিতে গোসল করতে নামেন। কোমরসমান পানি ভেবে সবাই নিশ্চিন্তে হাঁটছিলেন, কিন্তু হঠাৎ গভীর স্রোতের দিকে পা বাড়িয়ে ফেলেন বনান্ত। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি ঢেউয়ের নিচে তলিয়ে যান।

খালাতো ভাই আলিফ ভাঙা গলায় বলেন, বনান্ত সাঁতার জানতো না। আমি চোখের সামনে দেখচি সে ডুবে যাচ্ছে। হাত বাড়িয়ে ও ধরতে পারিনি।

আতঙ্কে সবাই নৌকার মাঝিকে ডাকেন। মাঝি ছুটে আসার আগেই তরুণ বনান্ত অদৃশ্য হয়ে যায় হাওরের বুকে। দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ মিয়া জানান, সব শেষ।

নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বন্ধুদের হাসি আর আনন্দের মাঝেই হঠাৎ থেমে যায় এক তরুণের জীবনযাত্রা, নিকলী হাওরের ঢেউ আজ সাক্ষী রইল এক অসমাপ্ত স্বপ্নের বিদায়ের।


No comments