৭ দিনে ২১ মামলা, ২৬ গ্রেফতার মাদকবিরোধী অভিযানে বগুড়ায় পুলিশের বড় সাফল্য
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে জেলা পুলিশ। গত এক সপ্তাহের টানা অভিযানে ২১টি মাদক মামলা দায়ের এবং ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা, ট্যাপেন্টাডল, ফেন্সিডিল, গাঁজা ও হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ১ আগস্ট থেকে ৮ আগস্ট ২০২৫ পর্যন্ত পরিচালিত অভিযানে উদ্ধার হয়—ইয়াবা ট্যাবলেট: ৯৪৯ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৭৪২ পিস, ফেন্সিডিল: ৮০ বোতল, গাঁজা: ৪ কেজি ১০০ গ্রাম, হেরোইন: ২.৫ গ্রাম
সবচেয়ে বেশি ইয়াবা উদ্ধার হয়েছে সদর, ধুনট ও নন্দীগ্রামে। ট্যাপেন্টাডলের বড় চালান ধরা পড়ে সদর, আদমদীঘি ও শেরপুরে, আর গাঁজা ও ফেন্সিডিলের বড় অংশ আসে শিবগঞ্জ, ধুনট ও শাজাহানপুর থেকে।
২১টি মামলা রুজু হয়েছে সদর, শিবগঞ্জ, সারিয়াকান্দি, ধুনট, শেরপুর, নন্দীগ্রাম, আদমদীঘি, কাহালু, শাজাহানপুর ও জেলা গোয়েন্দা শাখায়।
শনিবার (৯ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলছি। যারা এ অপরাধে জড়িত, তারা যেখানেই থাকুক আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, শহরের অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। চিহ্নিত পরিবহন রুট, মাদক আস্তানা ও বিক্রয়কেন্দ্রে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

No comments