শেরপুরে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে পুঁতে ফেলার চেষ্টা, ভিডিও ভাইরাল
শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় পক্ষাঘাতগ্রস্ত অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেছেন এক স্বামী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মুহূর্তটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
ভুক্তভোগী খোশেদা বেগমের (৭০) স্বামী অভিযুক্ত মো. খলিলুর রহমান (৮০) খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খলিলুর রহমান স্ত্রীকে ঘর থেকে টেনে এনে আগে থেকে খুঁড়ে রাখা একটি ছোট গর্তে শুইয়ে দেন। এরপর কোদাল দিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। এসময় অসুস্থ খোশেদা বেগম প্রাণপণ চিৎকার করলেও স্বামী তাঁর মুখে থাপ্পড় মারেন। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন দেখেও কেউ সাহায্যে এগিয়ে আসেননি। কিছুক্ষণ পর খলিলুর স্ত্রীকে ফেলে রেখে চলে যান।
স্থানীয়রা জানান, খোশেদা বেগম দীর্ঘ ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত। দীর্ঘদিনের চিকিৎসা ও সেবা–যত্নে ফল না পেয়ে এবং খরচের চাপ সামলাতে না পেরে খলিলুর রহমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, “ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জেনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

No comments