শিরোনাম

চোর সন্দেহে তিন কিশোরকে পিটুনি, এক কিশোর নিহত

 

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে পিটুনির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মো. রিহান মহিন (১৫)। তিনি একই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। আহত দুই কিশোর—মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত—চিকিৎসাধীন রয়েছেন

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার দিনভর চট্টগ্রাম শহরে ঘুরে তিন কিশোর বাড়ি ফিরছিল। রাত আনুমানিক তিনটার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে সাত-আটজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া দেন। কিশোররা দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলে সেখান থেকে ধরে এনে সেতুর ওপর বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে রিহান ঘটনাস্থলেই মারা যায়।

পরবর্তীতে স্থানীয়রা আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত হামলা। তিন কিশোরই একই গ্রামের এবং ঘটনার সময় তারা আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। পুলিশও প্রাথমিক তদন্তে পূর্ব বিরোধ থেকে এই হামলা হয়েছে বলে মনে করছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, “নিহত ও আহত কিশোররা রাতে ঘুরে বাড়ি ফিরছিল। ঘটনার পেছনে কোনো পূর্ব শত্রুতা থাকতে পারে বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, পরিবারকে মামলা করতে বলা হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত রিহানের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

No comments