শিরোনাম

মাইলস্টোন দুর্ঘটনায় আরেক শিক্ষার্থীর মৃত্যু


অনলাইনঃ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ৩৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাকে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাসনিয়া।

তাসনিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত এলাকায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে তাসনিয়াকে ভর্তি করা হয়। তার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে সে মারা যায়।

No comments