বগুড়ায় জামায়াতের ভোট কেন্দ্র পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাহিদ, বিশেষ প্রতিনিধি, বগুড়া।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আয়োজনে “জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা” শীর্ষক একটি কর্মশালা শনিবার (২ আগস্ট) বিকেলে শহরের শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান রফিকুজজামান রুমান।
কর্মশালা পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। এতে আরও আলোচনা করেন মাওলানা আব্দুল হালিম বেগ ও অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন।
কর্মশালায় বগুড়া-৬ আসনের আওতাধীন বিভিন্ন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত জামায়াত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা নির্বাচনকেন্দ্রিক করণীয়, দায়িত্ববোধ ও সাংগঠনিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

No comments