সাদা পাথর লুটপাটে জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
অনলাইনঃ
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে বিখ্যাত সাদা পাথর লুটের ঘটনায় সারাদেশে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অবশেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৩ আগস্ট) দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে একটি টিম ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শন করে। টিমের সদস্যরা পুরো এলাকা ঘুরে দেখেন এবং প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমকে জানান, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগসাজশে অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির অভিযোগের প্রেক্ষিতে কমিশন ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান দুদক চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে তিনি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ শিরোনাম যুক্ত করে উল্লেখ করেন, ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্রে সাদা পাথর লুটের ঘটনায় দেশের পর্যটন শিল্প হুমকির মুখে পড়েছে, লুট হয়েছে হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ এবং পর্যটন স্পট ধ্বংসের পথে।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে লুটেরারা দুই সপ্তাহ ধরে ভোলাগঞ্জে পাথর তোলার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

No comments