শিরোনাম

ধুনটে ঘরে ঢুকে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

 


ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় এক ছাত্রীকে (১৭) শ্লীলতাহানির অভিযোগে আরিফুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরিফুল ইসলাম একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী মালয়েশিয়া প্রবাসীর কন্যা। দীর্ঘদিন ধরে কলেজছাত্র আরিফুল ইসলাম তাকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে ছাত্রীর পরিবার একাধিকবার আরিফুলের পরিবারের কাছে অভিযোগও করে। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্ত আরিফুল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সে কৌশলে ছাত্রীর ঘরে প্রবেশ করে এবং তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আরিফুলকে আটক করে গণধোলাই দেয়। পরে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ছাত্রীর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। আহত অবস্থায় আরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, “ঘটনার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

No comments