শিরোনাম

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

 


শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস যাত্রা বিরতিতে থামলে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন:লিটন শেখ (৪০), পিতা: কাশেম শেখ, সত্ত্বাধিকারী: রাজবাড়ী এলাকা, কুড়িগ্রামপলাশ হোসেন (২৭), পিতা: রিমন হোসেন, ঠিকানা একই জেলা

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী নাবিল পরিবহনের বাসে অভিযান চালানো হয়। সন্দেহভাজন দুই যাত্রীর সঙ্গে থাকা দুটি নীল রঙের স্কুলব্যাগ ও একটি সিমেন্টের বস্তা তল্লাশি করে সেগুলোর ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।

No comments