বগুড়ায় ডিবি'র বিশেষ অভিযানে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক-১
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় অবৈধ পলিথিন ব্যবসার বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের কালিতলায় ঝর্ণা হোমিও হলের পূর্ব পাশে ভান্ডারী পাইপ ফ্যাক্টরি সংলগ্ন একটি গোডাউন থেকে ৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই গোডাউনে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন মজুদ ছিল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
পরিবেশবিদরা বলছেন, নিষিদ্ধ এই ক্ষতিকর পলিথিনের কারণে শহরের অলি-গলি কার্যত ভরে গেছে। শক্তিশালী ব্যবসায়ী চক্রের কারণে বারবার অভিযান চালানো হলেও মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলিথিন জব্দ করা হয়। এ সময় গোডাউনের ম্যানেজারকে আটক করা হয়েছে। ঘটনাটির প্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, “অবৈধ পলিথিন ব্যবসার বিরুদ্ধে ডিবির অভিযান চলমান থাকবে।”

No comments