শিরোনাম

বগুড়ায় খালে মিলল ৬টি গ্রেনেড: সেনাবাহিনী এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধ্বংস

 


বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের ছোট কুমিড়ার বারকি খাল থেকে উদ্ধার করা হয়েছে ৬টি হ্যান্ড গ্রেনেড। রবিবার দুপুরে মাছ ধরতে গিয়ে স্থানীয় এক যুবক প্রথমে চারটি গ্রেনেড দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দিলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত হয়ে সেনাবাহিনীকে অবহিত করে।

পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে খাল ও আশপাশের এলাকা ঘিরে তল্লাশি চালায়। এ সময় আরও দুটি গ্রেনেড উদ্ধার হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, গ্রেনেডগুলো সক্রিয় কিনা তা নিশ্চিত হতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা চালান।

সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বগুড়া ক্যান্টনমেন্টের ইঞ্জিনিয়ার্স কোরের বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে। পুরো এলাকা নিরাপত্তা বলয়ে এনে তারা গ্রেনেডগুলো পরীক্ষা করেন। পরে রাত পৌনে আটটার দিকে এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে বিকট শব্দে গ্রেনেডগুলো বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেডগুলো পুরোনো নয়। কারণ প্রতিটি গ্রেনেড বিস্ফোরণের সময় নতুন ও তাজা বিস্ফোরকের মতোই কার্যকর ছিল। 

No comments