ধুনটে শ্রমিকদল নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে এক নারীর অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট উপজেলা শ্রমিকদল নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক নারী। অভিযোগে বলা হয়েছে, ছবি বিকৃত করে অশ্লীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবী করেছেন অভিযুক্তরা।
অভিযোগকারী রুমা খাতুন বড়বিলা গ্রামের সেলিম রেজার স্ত্রী। সম্প্রতি তাকে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী হিসেবে সক্রিয় দেখা গেছে। অন্যদিকে অভিযুক্ত আশাদুল ইসলাম ধুনট সদরের রত্নীপাড়া গ্রামের কালাম প্রামানিকের ছেলে। তিনি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক। তার স্ত্রী দিতি আক্তার ধুনট সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য।
রুমা খাতুন থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে আশাদুল ইসলাম তার ব্যক্তিগত ছবি বিকৃত করে বিভিন্ন ব্যক্তির মেসেঞ্জারে পাঠাচ্ছেন। এতে তার সামাজিক মানহানি ঘটছে। শুক্রবার মোবাইল ফোনে আশাদুল ইসলামকে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করলে তিনি ২ লাখ টাকা দাবী করেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে অভিযুক্ত দিতি আক্তার বলেন,
“আমি আমার ফেসবুক একাউন্টে রুমা খাতুনের ছবি পোস্ট করে প্রমাণ দিয়েছি যে তিনি আওয়ামী মহিলা লীগের সঙ্গে যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর তিনি মহিলা দলে যোগ দিয়েছেন। আমার প্রতিবাদের জবাবে তিনি মিথ্যা অভিযোগ তুলেছেন।”
অভিযুক্ত আশাদুল ইসলামও অভিযোগ অস্বীকার করে বলেন,
“রুমা খাতুন আগে মহিলা লীগের নেত্রী ছিলেন, এখন মহিলা দলের নেত্রী সাজতে চাইছেন। এ বিষয়টি নিয়ে আমার স্ত্রী সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেছেন, তবে ছবি বিকৃতি বা টাকা দাবীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন,
“গৃহবধূর অভিযোগের প্রাথমিক তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

No comments