শিরোনাম

আ.লীগের দোষররা বিএনপির সদস্য হতে পারবে না- এ. কে. এম তৌহিদুল আলম মামুন

 


আব্দুল মোমিন বগুড়াঃ
বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন বলেছেন, "তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন আওয়ামী লীগের দোষররা বিএনপির সদস্য হতে না পারে।"

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে মুড়াগাছা বাজারে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুন আরও বলেন, "বিএনপি একটি আদর্শিক দল। এখানে কোনো সুযোগসন্ধানী বা ভিন্নমতের অনুপ্রবেশ ঘটলে সংগঠন দুর্বল হয়ে পড়বে। তাই সুসংগঠিত দল গঠনে আদর্শবান ও বিশ্বস্ত কর্মী তৈরি করতে হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবায়নকৃত সদস্যপদপত্র নতুন সদস্যদের হাতে তুলে দেন অতিথিরা।

No comments