শিরোনাম

ডিমলায় দোকানে চুরির ঘটনা, ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

 

মোঃ নয়ন ইসলাম, 

নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারের ভীতরবাজার দুধহাটি সংলগ্ন মেসার্স রশিদ এন্ড সন্স নামক একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল বলে জানা গেছে।

দোকানের স্বত্বাধিকারী মোঃ আব্দুর রশিদ জানান, গত ২ আগস্ট ভোরবেলা অজ্ঞাত চোরেরা দোকানে হানা দিয়ে নগদ প্রায় ৩৫,০০০ টাকা, বিভিন্ন কোম্পানির সিগারেট (আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা) এবং দোকানের অন্যান্য মূল্যবান পণ্যসামগ্রী চুরি করে নিয়ে যায়। সর্বমোট প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। 

তিনি প্রশাসনের উপর ভরসা ও আস্থা রেখে আরো বলেন, "যেহেতু সিসিটিভি ফুটেজে একজনকে বুঝা যাচ্ছে সেহেতু প্রশাসন চাইলেই চোরদের শনাক্ত করা সম্ভব।" 

চুরির ঘটনার পর বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পাশের দোকানের মালিক আসাদুজ্জামান প্লাবন বলেন, "এই বাজারে এর আগেও ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে, কিন্তু এবার যেটা হয়েছে সেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। যদি এখনই উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের সবাইকে ক্ষতির মুখে পড়তে হবে।"

আরেক ব্যবসায়ী রতন রায় বলেন, "আমাদের বাজারে নিরাপত্তার কিছুটা ঘাটতি রয়েছে। পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা নেই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন বাজারে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।"

চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুর রশিদ একই দিন ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং চোর শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে।”


এদিকে চুরির ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও চরম উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।

No comments