বগুড়ায় শীর্ষ মাদক কারবারি সেনাবাহিনীর অভিযানে মাদক সহ আটক
স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শহরের সেউজগাড়ি আমতলী এলাকার আলোচিত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী বাবুকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শনিবার (১২ জুলাই) রাত ১টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদের নেতৃত্বে সেউজগাড়ি আমতলী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানের শুরুতে বাবু গা ঢাকা দেন। তবে ক্যাপ্টেন সাজ্জাদের দক্ষ ও কৌশলী অভিযানের ফলে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সেনাবাহিনী।
গ্রেফতারের পর ক্যাপ্টেন সাজ্জাদের এক প্রশ্নের জবাবে বাবু বলেন, “নিজের সন্তানকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেবো।”
এই হৃদয়বিদারক বক্তব্যে অনেকেই স্তম্ভিত হলেও, বাস্তবতা ভিন্ন— তিনিই দীর্ঘদিন ধরে বগুড়া শহরের হাজারো তরুণকে ইয়াবার ভয়াবহ নেশায় ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন।
পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির অদূরে গোপনে লুকিয়ে রাখা ১১১ পিস ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী।
আটক বাবুকে প্রাথমিকভাবে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অভিযানে সংশ্লিষ্ট একটি সূত্র।
সেনাবাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন বগুড়াবাসী। তাদের মতে, নিয়মিত এমন অভিযান হলে ইয়াবা কারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে, সমাজ বাঁচবে মাদকের ভয়াবহ ছোবল থেকে।

No comments