শিরোনাম

বগুড়ার ছাত্রদল নেতার বিরুদ্ধে ঢাকায় এনসিপি নেতার জিডি

 


বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ঢাকার ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র এক কেন্দ্রীয় নেতা। অভিযুক্ত ছাত্রদল নেতা হলেন বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলাম।


জিডিটি করেছেন এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল সানী। জিডির নম্বর: ৫৩৪।

জিডি সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০২৫ রাত আনুমানিক ১২টা ৪২ মিনিটে ‘জুলাই মঞ্চ, বগুড়া জেলা’ নামে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে এনসিপি নেতা আব্দুল্লাহ আল সানীকে উদ্দেশ্য করে ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।


এরপর রাত ৩টার দিকে আব্দুল্লাহ আল সানীর নাম ও পরিচয় ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয় এবং সেখান থেকে উসকানিমূলক বার্তা ফেসবুকে পোস্ট করা হয়। জিডিতে বলা হয়েছে, এসব কর্মকাণ্ড এনসিপি নেতার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এছাড়াও, গত দুই সপ্তাহ ধরে অভিযুক্ত জাকিরুল ইসলাম ও তার সহযোগীরা ফেসবুকে আব্দুল্লাহ আল সানীর নামে অপপ্রচার চালিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে।


বিষয়টি নিয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আল সানী বলেন, “আমাকে ব্যক্তিগতভাবে ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব করা হচ্ছে। তাই আমি আইনগত সুরক্ষা নিতে বাধ্য হয়েছি।”

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম বলেন, “এসব ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে আমিও আইনি পদক্ষেপ গ্রহণ করবো।”


এ বিষয়ে ঢাকা জেলার ওয়ারী থানার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর জাকারিয়া খান জানান, “জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

No comments