বগুড়ায় মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে ফেরার পথে প্রাণ হারালেন এক বাবা
নিজস্ব প্রতিবেদক,
বগুড়ার নিশিন্দারা এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শুবাস চন্দ্র দাশ (৫৫) নামের এক পিতা। সোমবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে এলজিডি অফিসের সামনে পাকা রাস্তার ওপর এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শুবাস চন্দ্র দাশ সোনাতলা উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা। সকালে মেয়েকে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে শহরের দিকে অটো-চার্জারযোগে রওনা দেন তিনি। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস—পথিমধ্যেই অজ্ঞাত একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে অটো-চার্জারের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ধাক্কায় গুরুতর আহত হন শুবাস চন্দ্র দাশ।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শুবাস চন্দ্র দাশ ছিলেন একজন সাদামাটা মানুষ, যিনি মেয়ের ভবিষ্যতের জন্য স্বপ্ন বুনেছিলেন। অথচ একটি পরীক্ষার দিনে, মেয়েকে সাহস জুগিয়ে ঘরে ফেরার পথেই শেষ হয়ে গেলো তার জীবন। এখন শুধু কান্নার সুর, আর শূন্যতা—যে শূন্যতায় এক পরিবারের স্বপ্নভবন ভেঙে চুরমার।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল, আমাদের সড়কে নিরাপত্তাহীনতার করুণ চিত্র। এক পিতার প্রাণ আর ফিরবে না, কিন্তু যেন আর কোনো পরিবারকে এমন শোক বইতে না হয়—এটাই এখন সকলের কামনা।

No comments