প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন
জাহিদ হাসান, নিজস্ব প্রতিনিধি
সারাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ও এমপিওভুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, বগুড়া জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন "প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূল স্রোত ধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সারাদেশে ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এই ৬৩ হাজার শিক্ষক কর্মচারীদের স্বীকৃতি প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানিয়ে বলেন দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠান ও কর্মরত শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে, নাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।
উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে জেলার ধুনট উপজেলার, গজিয়াবাড়ি এলাকায় অবস্থিত, সন্ধানী অটিজম (প্রতিবন্ধী) বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস তালুকদার বলেন "আমাদের সন্ধানী প্রতিবন্ধী বিদ্যালয় ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠানে ২৭৫ জন শিক্ষার্থী কে আমরা যত্ন সহকারে পাঠদান দিচ্ছি এবং প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রতিদিন প্রতিষ্ঠানের নিজ অর্থায়ন থেকে খাবার প্রদান করা হয়, অত্র প্রতিষ্ঠান পরিচালনায় ৪০ জন শিক্ষক ও কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তবুও আজ পর্যন্ত আমরা স্বীকৃতি পায়নি, এই প্রতিষ্ঠান ও কর্মরত ৪০ জন শিক্ষক কর্মচারীকে সহ সারা দেশের সমস্ত প্রতিবন্ধী বিদ্যালয় সহ শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্ত করে তাদের স্বীকৃতি প্রদান করতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবুল শেখ, আফরোজা সুলতানা, রমজান আলী, আজিজার রহমান, মোফাজ্জল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ পরিচালিত হয়ে আসছে।
সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে পূর্ণ ভূমিকা পালন করছে এই বিদ্যালয়গুলো।
বক্তারা উল্লেখ করেন ২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহন করে।
উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২ হাজার ৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে এক হাজার ৭৭২টি আবেদন গ্রহণ করা হয়।
পরবর্তীতে বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ এর আলোকে জাতীয় স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে বিদ্যালয়গুলোকে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণীতে বিভক্ত করা হয়। এরপর ‘ক’ ভুক্ত বিদ্যালয়গুলোকে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন কার্যক্রম শুরু করে। যা অত্যন্ত ধীরগতি এবং সময়ক্ষেপণ করা হয়েছে।
এর ফলে সারাদেশে ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।
বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা চরমভাবে বৈষম্যের শিকার হয়েছি। আমরা বিশ্বাস করি অন্তর্বতী সরকার প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দেবে ও এমপিওভুক্ত করবে। মানববন্ধনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাইকৃত এক হাজার ৭৭২টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিওভুক্তকরণের নির্দেশনা প্রদানের জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

No comments