শিরোনাম

সব পরীক্ষার্থী ফেল, প্রধান শিক্ষক ফোন ধরছেন না

 

স্টাফ রিপোর্টারঃ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের একটিও শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয় অন্যতম। এ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউই কৃতকার্য হতে পারেনি

ফলাফল প্রকাশের পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত পাঠদান করেন না। স্থানীয় বাসিন্দা হোসেন আলী ও আব্দুর রহমান জানান, "শিক্ষকেরা যদি ঠিকভাবে দায়িত্ব পালন করতেন, তাহলে সব শিক্ষার্থী ফেল করত না।"

এ বিষয়ে প্রধান শিক্ষক আবু তালেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম জানান, “নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিম্নমাধ্যমিক শাখা এমপিওভুক্ত হলেও মাধ্যমিক শাখা এখনো এমপিওভুক্ত নয়। এ বছরই প্রথমবার মাধ্যমিক শাখা পরীক্ষার অনুমতি পেয়েছে। শিক্ষক সংকটও রয়েছে। পরবর্তীতে ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

No comments