বগুড়ায় আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, এক নারী গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।
এই ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে।
জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি অসীম (৩০)-কে ধরতে তার বাড়িতে যান ধুনট থানার এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক।
তারা অসীমকে ধরেও ফেলেন এবং হ্যান্ডকাপ পরাতে যান।
তখনই আসামির মা শিউলি বেগম (৫০) লাঠি দিয়ে এএসআই আশরাফুলকে মারতে শুরু করেন।
পরে তিনি শাবল দিয়ে আঘাত করতে চাইলে কনস্টেবল সেটি কেড়ে নেন।
এরপর আসামির স্ত্রী সোহানা খাতুন ঘরের ভিতর থেকে কাঁচি এনে পুলিশের হাতে কোপ দেন।
এক পর্যায়ে আসামি অসীম নিজেও পুলিশকে কিল-ঘুষি মারেন।
তার মা ও স্ত্রীও পুলিশকে বেধড়ক পেটান।
এই সুযোগে হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামি পালিয়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, পুলিশ বাদী হয়ে তিনজনের নামে মামলা করেছে।
শিউলি বেগমকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে।
বাকিদের ধরতে অভিযান চলছে।

No comments