শিরোনাম

স্বপ্ন পূরণের আগেই লাশ হয়ে ফিরছেন মালেশিয়া প্রবাসী বগুড়ার আবু জাফর

 




বগুড়া প্রতিনিধিঃ

পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বগুড়ার আবু জাফর। নিজে কষ্ট করে হলেও পরিবারে সুখ ফেরাতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই থেমে গেল তাঁর জীবন।

নিহত আবু জাফর (৪০) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নন্দনবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলী প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (২০ জুলাই) রাতে মালয়েশিয়ার প্র্যাংগানু এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবু জাফর। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, “প্র্যাংগানুতে একটি কোম্পানিতে কাজ করতেন জাফর। রাতের বেলা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পথেই সে মারা যায়।”

ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বলেন, “আট বছর আগে মালয়েশিয়ায় যান আবু জাফর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

নিহতের ছেলে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই বছর আগে বাবা দেশে এসেছিল। আমাদের মুখে হাসি ফোটাতে আবারও বিদেশে পাড়ি জমালেও আজ তার লাশ আনতে হচ্ছে। কিন্তু বাবার মরদেহ আনার খরচ জোগানোর মতো সামর্থ্য আমাদের নেই। আমরা সরকারের সাহায্য চাই।”

No comments