একসাথে খেলতো তিন শিশু, এখন পাশাপাশি শুয়ে আছে কবরে
প্রতিদিনের মতোই সোমবার সকালে একসাথে স্কুলে গিয়েছিল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী—আরিয়ান, বাপ্পি ও হুমায়ের। তৃতীয় ও চতুর্থ শ্রেণির এই শিশুরা দিনের প্রথমভাগে স্কুল আর পরে কোচিং ক্লাসে অংশ নেয়। সেদিনও তেমনই ছিল তাদের রুটিন।
কিন্তু আর ফিরে আসা হয়নি আগের মতো।
স্কুল শেষে ঘরে ফেরা হয়নি জীবিত অবস্থায়—নিথর দেহ হয়ে ফিরেছে তারা স্বজনদের কাছে।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের পাশে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারায় এই তিন শিশু। মর্মান্তিক এ দুর্ঘটনায় একসাথে বেড়ে ওঠা তিন শিশুর জীবন থেমে যায় একসাথেই। তারা একই বংশের সদস্য এবং দিয়াবাড়ির তারারটেক মসজিদ এলাকার বাসিন্দা।
মঙ্গলবার ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চারদিকে শোকের ছায়া। যে আঙিনায় কয়েকদিন আগেও খেলাধুলায় মেতে থাকত তারা, সেই জায়গাতেই আজ পাশাপাশি কবরে শায়িত।
চোখের জলে পরিবারের কনিষ্ঠ এই তিন সদস্যকে বিদায় জানাতে ছুটে আসেন আত্মীয়স্বজন, বন্ধু, সহপাঠী ও প্রতিবেশিরা। পুরো এলাকায় নেমে আসে শোকের ঘন ছায়া—অঝোরে কাঁদেন সবাই।
একসাথে বেড়ে ওঠা তিন শিশুর এমন করুণ বিদায় যেন বলছে—একসাথে খেলে যারা বেড়ায়, তাদের গল্প কখনো এভাবে শেষ হওয়ার কথা ছিল না।

No comments