শিরোনাম

কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে: ড. আসিফ নজরুল

 

নিউজ ডেস্কঃ

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, খুব শিগগিরই জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নির্বাচন সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে এবং সবারই ভোট দেওয়ার সুযোগ থাকবে।

ড. আসিফ নজরুল আরও বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়েও ভয়াবহ কিছু তথ্য রয়েছে। তবে আগামি নির্বাচনটি হবে আরও স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু।

তিনি বর্তমান সরকারের বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন,সরকার ইতোমধ্যে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামি নির্বাচন হবে একটি উদাহরণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া।

No comments