শিরোনাম

নতুন বাংলাদেশের প্রত্যয়ে বগুড়ায় এনসিপির ‘জুলাই পদযাত্রা

 

বগুড়া প্রতিনিধিঃ

আসছেন নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা, বগুড়ায় রাজনৈতিক চেতনার নতুন হাওয়া
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি মাথায় নিয়ে আবারও পথে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫ জুলাই বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ পথসভা, যেখানে অংশ নিচ্ছেন দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী।

তিনি বলেন,

“আমরা রাজনীতিকে ফিরিয়ে দিতে চাই জনগণের হাতে। তাই গত ৫ জুন চালু করেছি দেশের ইতিহাসে প্রথম রাজনৈতিক ক্রাউডফান্ডিং মডেল—‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’। সেই ডাক ইতোমধ্যেই সাড়া ফেলেছে দেশজুড়ে। স্বচ্ছতা ও দায়বদ্ধতার মাধ্যমে সংগ্রহ করা এই অর্থেই চলছে জুলাইয়ের পদযাত্রা।”


সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ঘুরে এনসিপির এই পদযাত্রা শেষ হবে ৩০ জুলাই। সাকিব মাহদী বলেন,

“এই যাত্রা শুধুই কর্মসূচি নয়—এ এক রাজনৈতিক জাগরণ। শহীদের কবর থেকে শুরু করে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক।”

এ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা। এছাড়া আরও শতাধিক কেন্দ্রীয় নেতা এই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে এনসিপির বগুড়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকিসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জানান, আগামী ৫ জুলাইয়ের কর্মসূচি বগুড়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

No comments