শিরোনাম

বগুড়ার ধুনটে মাদ্রাসাছাত্রী অপহরণ কাঠমিস্ত্রী রাসেল গ্রেপ্তার

 

ধুনট প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় অপহরণের ৪ দিন পর এক মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল সেখ (২৩) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শেরপুর উপজেলার মধ্যভাগ গ্রামের মাখন শেখের ছেলে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে ধুনট থানা পুলিশ রাসেলকে আদালতে হাজির করলে আদালত তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে রাসেল ধুনট উপজেলার কান্দুনিয়া গ্রামে একটি বাড়িতে কাঠের কাজ করতে যান। সেখানেই তার পরিচয় হয় এক মাদরাসাছাত্রীর সঙ্গে। পরে রাসেল তাকে প্রেমের প্রস্তাব দেন, কিন্তু ছাত্রীটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তাকে অপহরণের পরিকল্পনা করেন।

২৯ জুন সকাল সাড়ে ৮টায় ছাত্রীটি মাদরাসায় যাওয়ার পথে মাদরাসার সামনে রাস্তা থেকে রাসেল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। ঘটনার পরপরই ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ অভিযান চালিয়ে বুধবার (২ জুলাই) রাতে শেরপুরের মধ্যভাগ এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধার করে এবং রাসেলকে গ্রেপ্তার করে।

ধুনট থানার এসআই হায়দার আলী জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে এবং আদালতে তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এছাড়া, রাসেল এর আগেও একইভাবে দুইজন মেয়ের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ রয়েছে।

No comments