শিরোনাম

বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত দুই

 

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে সংঘটিত এক সংঘর্ষে এক ব্যক্তি ও তার ছোট ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 শনিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের সাতশিমুলিয়া এলাকায়। অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী পরিবারের ভোগদখলীয় জমির আশপাশে জমি মাপযোগ করতে থাকে। এক পর্যায়ে তারা ভুক্তভোগীর জমিতে জোরপূর্বক সিমেন্টের খুঁটি বসানোর চেষ্টা চালায়।

বিষয়টি দেখে ভুক্তভোগী ও তার ছোট ভাই বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের উপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে তাদেরকে এলোপাতাড়ি মারপিট করা হয়। হামলার সময় একজনের বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাতে হাড় কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। অপরজনের মাথায় হাসুয়ার আঘাতে গুরুতর কাটা জখম হয়।

এছাড়াও হামলাকারীরা আহত ব্যক্তিদের কাছ থেকে নগদ এক লক্ষ পঁচাত্তর হাজার আটশত টাকা লুঙ্গির কোচা থেকে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চিৎকার-চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

No comments