শিরোনাম

শাজাহানপুরে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 


শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে অবৈধ মাদকদ্রব্য ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুল হামিদ (৫৫) উপজেলার পারতেখুর হাজীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

গত শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খড়না বাজার সংলগ্ন কর্মকারপাড়ার কালীপুকুরের দক্ষিণ পাড়ে আকাশমনি গাছের বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার এসআই (নিঃ) শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

No comments