বগুড়ার শেরপুরে চলাচলের অযোগ্য রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করলো স্কাউটস সদস্যরা
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শেরপুর পৌর শহরের কুসুম্বী ইউনিয়নের দাড়কিপাড়া এলাকার একটি চলাচলের অযোগ্য রাস্তাকে নিজেরাই সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেছেন বাংলাদেশ স্কাউটসের কয়েকজন সদস্য। টানা বৃষ্টির ফলে রাস্তাটিতে পানি জমে এবং খানাখন্দের সৃষ্টি হলে স্থানীয়দের চলাচলে মারাত্মক দুর্ভোগ দেখা দেয়। এমন পরিস্থিতিতে স্কাউট সদস্যরা এগিয়ে এসে নিজ উদ্যোগে রাস্তাটির সংস্কারে অংশ নেন।
গত শনিবার (৫ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার রাস্তায় কাজ করেন পাঁচজন স্কাউটস সদস্য। এ সময় তারা রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন এবং বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা রাবিশ ও ইটের খোয়া দিয়ে গর্তগুলো ভরাট করে চলাচলের উপযোগী করেন।
এ উদ্যোগের নেতৃত্ব দেন শেরপুর টাউন কলোনীর আজিজ জামিলা (এজে) উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলনেতা (পিএল) মো. নিরব প্রামাণিক। তিনি জানান, “সকালে বৃষ্টির পর রাস্তায় পানি জমে এবং গর্ত সৃষ্টি হয়। তখন আমি প্রথমে ভিডিও করি, পরে নিজেই কাজ শুরু করি। একে একে আমার ভাইসহ আরও চারজন স্কাউটস সদস্য যোগ দেন।”
অন্য অংশগ্রহণকারী সদস্যরা হলেন—শহীদীয় আলিয়া মাদ্রাসার রোভার মেট মো. আব্দুর রহমান, মো. লিমন বাবু, মো. তুহিন ইসলাম ও মো. আরাফাত। তারা জানান, সমাজসেবামূলক কাজে স্কাউটসের শিক্ষা ও নীতিমালা তাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে খুশি হয়ে প্রশংসা করে বলেন, “সরকারি সহযোগিতা ছাড়াও কিশোররা যদি এমন কাজ করতে পারে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন অবশ্যই সম্ভব।”
স্কাউট সদস্য নিরব বলেন, “স্কাউটিংয়ের ৭ নম্বর আইন হচ্ছে ‘স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল’। আমরা এই আদর্শকে ধারণ করে কাজ করি। যদি সবাই নিজের চারপাশ পরিচ্ছন্ন ও সচল রাখার জন্য এগিয়ে আসে, তাহলে সমাজের অনেক সমস্যাই কমে যাবে।”

No comments