শিরোনাম

ধুনটে চুরির চেষ্টা, বাড়ির লোকজন দেখে ফেলায় ধারালো অস্ত্র ফেলে চোরের পলায়ন

 

এস এম ফজলে রাব্বি শুভ - ধুনট, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ফড়িংহাটা গ্রামে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। চান প্রামাণিক নামের এক বাড়িতে শনিবার গভীর রাতে চুরি করতে এসে ধরা পড়ে যায় এক চোর। বাড়ির লোকজন জেগে ওঠে এবং চোর চিল্লাচিল্লির শব্দে পালিয়ে যায়। পালানোর সময় চোর একটি ধারালো প্রায় ২ হাত লম্বা লোহার অস্ত্র ফেলে রেখে যায়।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় চুরির ঘটনা বেড়ে চলেছে। কিছুদিন আগেই চান প্রামাণিকের বড় ভাইয়ের দুটি গরু চুরি হয়। তারপর থেকে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ওই গ্রামের বাসিন্দা  মাওলানা রবিউল ইসলাম রবি জানান, "প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটছে। চোরেরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, এখন অস্ত্র নিয়ে ঘুরছে। আমাদের পরিবার আজ ভাগ্যক্রমে রক্ষা পেয়েছে।"


এলাকাবাসীর অভিযোগ, একের পর এক চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের দাবি, চুরি রোধে নিয়মিত পুলিশি টহল বাড়ানো হোক এবং চোর চক্রকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

No comments