শিরোনাম

বগুড়ায় যুবদল নেতার ওপর দুর্বৃত্তদের হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

আহত যুবদল নেতাঃ অতুল চন্দ্র দাস

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) রাতের আঁধারে সদর উপজেলার সাবগ্রাম এলাকায় ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অতুল চন্দ্র দাস রাতের বেলা ব্যক্তিগত কাজে বাইরে গেলে হঠাৎ করেই দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, “এখনো এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

No comments