সাবেক এমপির বাসায় চাঁদা দাবির অভিযোগে আটক ৫ যুবক
অনলাইন ড্রেক্সঃ
রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
গুলশান থানার পুলিশ জানায়, অভিযুক্তরা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে প্রথমে ১০ লাখ টাকা আদায় করেন। পরে আবারও ৫০ লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তারা।
আটক ব্যক্তিরা হলেন—
মো. সিয়াম
সাদমান সাদাব, আমিনুল ইসলাম,ইব্রাহীম হোসেন
আব্দুর রাজ্জাক রিয়াদ
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “আজ শনিবার সন্ধ্যায় ফের চাঁদা নিতে গেলে তাদের আটক করা হয়। এর আগেও গত ১৭ জুলাই তারা একই বাসায় গিয়ে চাঁদা দাবি করে এবং ১০ লাখ টাকা আদায় করে।”
পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক রিয়াদ, যিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক পরিচয় দেন, তিনি শনিবার সন্ধ্যায় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে শাম্মীর বাসায় যান এবং তার স্বামীর কাছে ৫০ লাখ টাকা দাবি করেন।
শাম্মী আহমেদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
এদিকে, চাঁদা গ্রহণের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ১৭ জুলাই সকাল ১০টার দিকে গুলশান ৮৩ নম্বর সড়কের একটি বাসার গেস্ট রুমে দুই যুবক টাকা গ্রহণ করছেন।
পুলিশ নিশ্চিত করেছে, ভাইরাল ভিডিওটি শাম্মী আহমেদের বাসারই।
পুলিশ জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments