এনসিপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা তৎপরতা জোরদার
অনলাইন ড্রেক্সঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বাংলামোটরে অবস্থিত কার্যালয়টির সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। একইসঙ্গে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাতে সরেজমিনে দেখা গেছে, পুলিশের একটি দল রূপায়ন টাওয়ারের সামনে অবস্থান করছে। এ ভবনের ১৫ তলায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত। পুলিশ সদস্যরা ভবনটির আশপাশে মোটরসাইকেলসহ কোনো যানবাহন দাঁড়াতে দিচ্ছেন না।
পুলিশ জানায়, ককটেল হামলার আশঙ্কায় এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিপূর্বে একাধিকবার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্যই এই পদক্ষেপ।
দায়িত্বরত এক পুলিশ সদস্য জানান, “কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনায় ভবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। তাই ২৪ ঘণ্টা তিন শিফটে নিরাপত্তার দায়িত্ব পালন করছি আমরা।”
এছাড়া শাহবাগ থানার নিয়মিত টহল টিমকেও ভবনের আশপাশে টহল দিতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

No comments