সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ ও প্রশাসনের যৌথ অভিযান বগুড়ায়
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান, যাত্রী-চালকদের স্বস্তি।
মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বাড়ছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে পুরনো, অযোগ্য ও ফিটনেসবিহীন গাড়ি, চালকদের ওভারস্পিড এবং যত্রতত্র যাত্রী ওঠানামা। এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে বিআরটিএ এবং জেলা প্রশাসন।
রবিবার (২০ জুলাই) বিকেলে বগুড়ার বনানী এলাকায় এক বিশেষ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বেশ কিছু যানবাহন থামিয়ে যাচাই করা হয় গাড়ির ফিটনেস সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, ইনস্যুরেন্স এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক। তিনি বলেন,
“সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই, যাত্রীরা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন। কারো অবহেলা বা নিয়মভঙ্গের কারণে আর কোনো প্রাণ যেন ঝরে না যায়।”
অভিযানে সহায়তা করেন বিআরটিএ’র কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, এক বাস ট্রাকচালক অভিযানের সময় বলেন,
“এমন অভিযান নিয়মিত হওয়া দরকার। কিছু ড্রাইভার ও মালিক নিয়ম না মানার কারণে আমাদের সবার বদনাম হয়। নিয়ম মেনে গাড়ি চালাতে আমাদের কোনো আপত্তি নেই।”
অভিযান চলাকালে সাধারণ যাত্রীদের মাঝেও স্বস্তি দেখা যায়। তারা বলেন, নিয়মিত এমন তদারকি থাকলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার হার কমবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু বগুড়ায় নয়, সারাদেশেই এ ধরনের অভিযান চলবে এবং কোন অনিয়ম সহ্য করা হবে না।

No comments