শিরোনাম

আবারও হেরোইনসহ ডিবির জালে কুখ্যাত মাদককারবারি সবুজ

 

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় আবারও হেরোইনসহ আটক হয়েছেন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী শামীম আহমদ সবুজ (৩০)। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম রোববার (৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার দহবল বাজার এলাকা থেকে তাকে আটক করে।

ডিবি সূত্রে জানা যায়, সবুজ রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইনের একটি প্যাকেট নিয়ে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে তিনি দুই দফা আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট ফাঁকি দিতে সক্ষম হলেও শেষ পর্যন্ত বগুড়ার প্রবেশমুখে ডিবি পুলিশের হাতে ধরা পড়েন।

আটকের সময় তার কাছ থেকে একটি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো ওজন নির্ধারণ না হওয়ায় সঠিক পরিমাণ জানানো সম্ভব হয়নি।

ডিবি পুলিশ আরও জানায়, সবুজ দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত এবং একাধিকবার গ্রেপ্তার হলেও বারবার জামিনে মুক্তি পেয়েছেন। সর্বশেষ চার মাস আগে ২০০ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ২৯ দিন পরেই জামিনে ছাড়া পান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

No comments