নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখেই যুবকের আত্মহত্যা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাব্বির হোসেন (২৫) নামে এক যুবক। শুক্রবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহে ভুগছিলেন সাব্বির ও তার স্ত্রী। কয়েকদিন আগে স্ত্রী অভিমান করে নারায়ণগঞ্জে বাবার বাড়িতে চলে যান এবং স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। একাধিকবার চেষ্টা করেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে শুক্রবার রাতে ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় লাইনে রেখেই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন সাব্বির।
বাসার অন্য ভাড়াটিয়ারা চিৎকার শুনে ছুটে এসে সাব্বিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং দ্রুত পুলিশে খবর দেন। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, “পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এটি আত্মহত্যা, নাকি অন্য কিছু—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”
No comments