শিরোনাম

বগুড়ায় শ্বশুর-পুত্রবধুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

 


স্টাফ রিপোর্টার
বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধুকে শ্বাসরোধে হত্যা এবং ডাকাতির ঘটনায় আলোচিত মামলার প্রধান আসামি ও আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মো. জিয়ারুল মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া।

র‌্যাব জানায়, গত ৮ জুলাই রাত ১০টা থেকে পরদিন ভোর ৪টার মধ্যে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ গ্রামে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে আফতাব উদ্দিন (৭০) ও তার পুত্রবধূ রিভা (৩৫)-কে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা  দায়ের করেন।

ঘটনার পরপরই র‌্যাব-১২ তদন্তে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার অন্যতম অভিযুক্ত জিয়ারুল মোল্লা শিবগঞ্জ থানার মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকায় অবস্থান করছেন।

র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং-এর সহযোগিতায়, র‌্যাব-১২ এর একটি চৌকস দল ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জিয়ারুল মোল্লা, পিতা মৃত রহেদ ও মাতা মৃত জোসনা বেগম, বগুড়ার কাহালু উপজেলার বড়ভাদাহার গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বেও চুরি, ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments