শিরোনাম

বগুড়ায় অপহরণের দুই ঘণ্টা পর উদ্ধার সাংবাদিক আরিফ

 

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় অপহরণের দুই ঘণ্টা পর উদ্ধার হয়েছেন সাংবাদিক মিজানুর রহমান আরিফ। তিনি সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের শহর দিঘী এলাকার বাসিন্দা এবং বাংলা টিভি ও মাছরাঙা টিভির সাবেক ক্যামেরাম্যান।

ঘটনার সূত্রে জানা যায়, ১৯ জুলাই শনিবার বিকেল ৫টার দিকে আরিফ বগুড়া শহরের খোকন পার্কে বসে ছিলেন। এ সময় চেলোপাড়া সান্দারপট্টি এলাকার শের আলীর ছেলে নায়েব আলী (৩২), মৃত হান্নানের ছেলে আরাফাত (২৮) এবং আরও ৫-৭ জন মিলে কাঠের বাটাম দিয়ে আরিফকে বেধড়ক মারধর করে। পরে একটি অটোরিকশায় করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

অপহরণকারীরা আরিফকে সাপগ্রাম ২য় বাইপাস এলাকায় নিয়ে গিয়ে পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানার পর বগুড়ার সাংবাদিকরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন এবং চেলোপাড়া ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে অবগত করেন। পরিমল চন্দ্র দাস অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করলে তারা আরিফকে চেলোপাড়া সান্দারপট্টির লাশঘরের সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে সাংবাদিকরা আরিফকে উদ্ধার করে থানায় নিয়ে যান এবং মামলা করার পরামর্শ দেন। আরিফের স্ত্রী সদর থানায় বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমান আরিফ বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলের একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আরিফকে মারধরের সময় তারা এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। হামলাকারীরা বলছিল, “এই লোক অপরাধী, তাকে সায়েস্তা করার দায়িত্ব আমাদের। আমরা পুলিশের কাছে যাই না, বরং পুলিশের প্রয়োজনেই তারা আমাদের কাছে আসে।”

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন,

“মিজানুর রহমান নামের একজনকে অপহরণের ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

No comments