ধুনটে প্রাণনাশের হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে প্রাণনাশের হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছে আরিফুল ইসলাম রাব্বি (২৬) নামের এক যুবক। সে উপজেলার চিকাশী ইউনিয়নের পারলক্ষিপুর গ্রামের লুৎফর রহমান সরকারের ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, একই ইউনিয়নের সুলতানহাটা গ্রামের দুদু সরকারের ছেলে সুরুজ্জামান মিঠু (৩৮), টিটু সরকার (৩২), মৃত মংলা সরকারের ছেলে ফরহাদ সরকার (৩৩) ১২ জুলাই রাত্রী অনুমান সারে ৯টার দিকে আরিফুল ইসলাম রাব্বি নিজ বাড়ীতে ফেরার পথে সুলতানহাটা মফিজ মোড় নামক স্থানে পৌছা মাত্রই পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে লোহার রড, ধারালো চাকু, লোহার সাবল নিয়ে সন্ত্রাসী কায়দায় তার পথরোধ করে ঘিরে ফেলে। সে সময় টিটু সরকার তার নিকট থেকে ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা চাঁদা দাবি করে। আরিফুল ইসলাম রাব্বি চাঁদার টাকা দিতে রাজি না হলে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে সুরুজ্জামান মিঠুর হাতে থাকা ধারালো চাকু দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করে। এতে সে কপালে কাটা ফাটা রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। সে আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে গেলে টিটু সরকারের হাতে থাকা লোহার সাবল দ্বারা এলোপাতারীভাবে মারপিট করতে থাকে। তখন ফরহাদ সরকার লোহার রড দ্বারা আমার বুকে পিঠে ও পায়ে পরপর আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফোলা কালোশিরা জখম করে এবং আমার পরনের প্যান্টের পকেটে থাকা নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অসৎ উদ্দেশ্য বের করে নেয়। পরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাইদুল আলম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments